• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২৩১ জনবল নিয়ে যাত্রা শুরু করছে এমআরটি পুলিশ

প্রকাশিত: ২০:৪৭, ৩০ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
২৩১ জনবল নিয়ে যাত্রা শুরু করছে এমআরটি পুলিশ

ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে ২৩১ জন জনবল নিয়ে যাত্রা শুরু করছে এমআইটি পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) ফারুক আহমেদ। 

জানা গেছে, সচিব কমিটি সম্প্রতি এমআরটি পুলিশ গঠনের জন্য অনুমতি দিয়েছেন। এখন প্রধান মন্ত্রীর অনুমোদনের অপেক্ষা।  ফারুক আহমেদ বলেন, এমআরটি পুলিশ একজন উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে পরিচালিত হবে। একজন পুলিশ সুপারও থাকবেন দায়িত্বে। 

এমআরটি পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা বিধান এবং স্থাপনার রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালন করবে করবে এমআরটি পুলিশ। 

উল্লেখ্য, এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেওয়া হয়। এরপর সচিব কমিটি ২৩১ জনবলের অনুমোদন দেয়।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: