• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরাজয় মেনে নিয়ে যা বললেন আজমত উল্লা

প্রকাশিত: ১৩:৪৭, ২৬ মে ২০২৩

আপডেট: ১৪:৪৮, ২৬ মে ২০২৩

ফন্ট সাইজ
পরাজয় মেনে নিয়ে যা বললেন আজমত উল্লা

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের সঙ্গে হেরে যাওয়ার পর নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা পরাজয় মেনে নিয়ে বলেছেন- নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি। অন্য কেউ পরাজিত হলে কি মেনে নিতো কি না-সেই প্রশ্ন রেখেছেন তিনি।

তবে রায় মেনে নিলেও নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তিনি। আজমত উল্লা বলেন, কিছু ত্রুটি ছিলো ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। 

শুক্রবার (২৬ মে) সকালে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের এই কথা বলেন তিনি। 

আজমত উল্লা বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে, কী কী কারণ ছিলো তা জানানো হবে। কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (টেবিল ঘড়ি) প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোটস পেয়ে নির্বাচিত হন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্র্রতীকে ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।

বিভি/এসএইচ/টিটি

মন্তব্য করুন: