খুলনা সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে নিশ্চয়তা দিলেন সিইসি হাবিবুল আউয়াল
ফাইল ছবি
খুলনা সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এছাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা হলে বাতিল করা হবে ভোট- বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (৩১ মে) সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম সিটি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সিইসি বিভিন্ন দিক-নির্দেশনা দেন নির্বাচন কর্মকর্তাদের।
বলেন, সব ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তার নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুঁশিয়ারিও দেন সিইসি।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত ও কমিশনার সচিব মো. জাহাঙ্গীর আলম।
বিভি/রিসি
মন্তব্য করুন: