• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

প্রকাশিত: ০০:০৩, ২ জুন ২০২৩

আপডেট: ০১:০০, ২ জুন ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

শ্যামলী রূপায়ন শেলটেক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ তলা ওই ভবনটির ৭ম তলায় আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।

হাসপাতালগুলো থেকে রোগীদের নামিয়ে আনা হয়েছে। তবে সম্পূর্ণভাবে ভিতরে থাকা লোকজনকে নামানো সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০ তলা ভবনটির ৭ম তলায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

 

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2