• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের গ্রেফতারে ছায়া তদন্ত করছে র‍্যাব

প্রকাশিত: ১৫:১২, ১৬ জুন ২০২৩

আপডেট: ১৫:১৭, ১৬ জুন ২০২৩

ফন্ট সাইজ
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের গ্রেফতারে ছায়া তদন্ত করছে র‍্যাব

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৬ জুন) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়ে মঈন বলেন, নাদিম হত্যাকান্ডের ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত করছে। র‌্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। 

বুধবাব রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোলাম রব্বানী নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের অভিযোগ, জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে খুন করা হয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: