কাউকে বাদ দিয়ে ইলেকশন করার অভিপ্রায় সরকারের নেই : ওবায়দুল কাদের

কাউকে বাদ দিয়ে ইলেকশন করার অভিপ্রায় সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের ১ বছর পূর্তি উপলক্ষে সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, 'সংবিধানে কোথাও লেখা নেই এটা হলে একতরফা হবে, ওটা হলে অংশগ্রহণমূলক হবে।' গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে কাদের বলেন, 'নির্বাচন নিয়ম মতো হবে। সংবিধানে কোথাও লেখা নেই এটা হলে একতরফা হবে, ওটা হলে অংশগ্রহণমূলক হবে।
ইলেকশনের নিয়মটা সংবিধানে সন্নিবেশিত আছে। নিয়ম অনুযায়ী ইলেকশন হবে। কাউকে বাদ দিয়ে ইলেকশন করার অভিপ্রায় সরকারের নেই। আমরা অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই।'
সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই নির্বাচনে আসবে না—এটা আসন বাড়ানোর চেষ্টা নাকি আসলেই তারা বিরোধিতা করছে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আসলে তারা তো নিজেরাই বলে যে, "আমরা সরকারের দালাল হয়ে গেছি", তাদের নেতারাই বলেছে। এখন তারা এই অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। হয়তো সেই কারণে।'
বিভি/ এসআই
মন্তব্য করুন: