স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষের সহযোগিতায় শিশুদের মাঠ দখল করছে ক্লাব
স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লাবগুলো শিশুদের মাঠ দখল করছে বলে অভিযোগ পবিবেশবাদী বিভিন্ন সংগঠনের।
শনিবার (৩০ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগ শিশুদের খেলার মাঠ দখলে ক্ষমতাবান অপশক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নীরবতা শীর্ষক সভায় এই অভিমত ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, ঢাকা শহরের শিশু-কিশোরদের খেলার মাঠগুলো স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষের সহযোগিতায় বিভিন্ন ক্লাবের নাম দখল করে নিচ্ছে কতিপয় ব্যক্তি। মাঠ ও পার্ক দখলে স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষ কখনো সক্রিয়, কখনো নিস্ক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে এই মাঠ দখলে সহযোগিতা করছে। ক্লাবের নামে মাঠ দখলে কিছু ব্যক্তি রাজনৈতিকদলসহ নানা পেশার মানুষকে ব্যবহার করছে। রাষ্ট্রের জনগণের টাকায় এই মাঠ ও পার্কগুলো নির্মাণ করা হলেও, ব্যবস্থাপনার নামে বিভিন্ন ক্লাব এগুলো দখল করে প্রশিক্ষণ, মেলাসহ নানা বাণিজ্যিক কার্যক্রম করছে।
এসময় আরও বলা হয়, বাণিজ্যিক লাভের জন্য মাঠে নানা স্থাপনা নির্মাণ করছে, ভাড়া দিচ্ছে। লক্ষ লক্ষ টাকায় এই ক্লাবগুলোর সদস্যপদ বিক্রি করছে এ ধরণের স্বার্থানেষী শ্রেণির জন্ম দিচ্ছে। কমিউনিটির মাঠ বাণিজ্যিক ক্লাবের মাঠে পরিণত করছে। এতে স্থানীয় নাগরিক বিশেষ করে শিশু-কিশোরদের খেলার অধিকার হরণ হচ্ছে।
বক্তারা বলেন, মাঠ, পার্ক বিলাসিতা নয় হৃদরোগ, স্ট্রোক, ডায়বেটিস, ক্যান্সারসহ অসংক্রামক রোগ কমানোর পাশাপাশি যুবকদের মাঝে মাদক, হতাশা ইত্যাদি কমাতে মাঠ, পার্ক গুরু্ত্বপুর্ণ ভূমিকা পালন করে। মাঠ, পার্ক নাগরিকদের জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের নগর পরিকল্পনায় মাঠ, পার্ক এখনো গুরুত্ব পায়নি। নগর কর্তৃপক্ষ মাঠ, পার্কগুলোর যথাযথ ব্যবস্থাপনা না করায় মাঠ পার্কগুলো বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের দখল চলে যাচ্ছে। খেলামাঠ না থাকলে মাদক সমাজে আসবেই।
পবার কার্যকারী সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন। সভায় তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অগ্রদূত সৈয়দা রতনা, সিএসপিএ-এর কনসালটেন্ট অধ্যাপক আ ফ ম সরোয়ার, বারসিকের পরিচালক ও নৃবিজ্ঞানী সৈয়দ আলী বিশ্বাস, মো. হাবিবুর রহমান ময়না এবং বারসিকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সদস্য, ব্যারিস্টার নিশাত মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ রাসেল।
বিভি/এআই
মন্তব্য করুন: