• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রকৃতিতে সাপের গুরুত্ব বুঝাতে স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত: ১৬:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
প্রকৃতিতে সাপের গুরুত্ব বুঝাতে স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন

সর্পদংশনে মৃত্যুহার কমানো ও প্রকৃতিতে সাপের গুরুত্ব উপলব্ধি করানোর লক্ষ্যে দেশব্যাপী ২৫টিরও অধিক স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করছে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে "ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন" এবং "মাগুরা সাইক্লিস্ট টিম" এর যৌথ উদ্যোগে দেশের অধিক সর্পদংশন প্রবণ অঞ্চল মাগুরা জেলার, মাগুরা স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল থেকে গাংনালীয়া বাজার পর্যন্ত একটি সচেতনতামূলক সাইকেল র‍্যালি আয়োজন করা হয়। 

র‍্যালিটি স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধু মুর‍্যাল এলাকা থেকে শুরু হয়ে য়ে মাগুরা মেডিকেল কলেজ, আঠারখাদা বাজার, মঠবাড়িবাজার সহ জেলার বিভিন্ন জনবহুল স্থানে ক্যাম্পেইন করে জেলার গাংনালিয়া বাজারে সেমিনারের মাধ্যমে শেষ হয়। সম্মানিত জেলা প্রসাশক মহোদয়, জনাব আবু নাসের বেগ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং কার্যক্রমের অনুমতি প্রদান করেন। মাগুরা বন কর্মকর্তা জনাব জাফর উল্লাহ বলেন, "সর্পদংশন প্রতিরোধে মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই।"

এসময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ও  শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য তিনি  "ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন"কে ১০০ পেয়ারার চারা উপহার হিসেবে প্রদান করেন। "ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন" এর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কার্যনির্বাহী শুভব্রত সরকার বলেন, সর্পদংশনের মৃত্যুহার হ্রাসকরণ ও সাপ-মানুষের সহবস্থান নিশ্চিতকরণের জন্য ব্যাপক পরিসরে ও প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে।" 

এই আয়োজনের পরবর্তীতে, ডিপ ইকোলজি মাগুরা ইউনিটের নেতৃত্বে রাউতড়া এইচ. এন স্কুল ও কলেজে আয়োজন করা হয় সচেতনতামূলক এক সেমিনার ও বৃক্ষ রোপণের আয়োজন। এছাড়াও সাপে কাটলে করণীয়, বর্জনীয় ও এর প্রতিকার, বিষধর সাপে কাটার লক্ষণ, সাপ পরিচিতি ও প্রকৃতিতে সাপের গুরুত্বেও উপর আলোচনা করা হয় এবং সর্বশেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরনের মাধ্যমে সেমিনারের শেষ হয়। 

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর ৪ লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায়, যাদের মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে দেশে সাপ সংরক্ষণ ও সর্পদংশন সচেতনতা নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সর্পদংশনে মৃত্যুহার কমানো ও প্রকৃতিতে সাপের গুরুত্ব উপলব্ধি করানোর লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন  স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচি হাতে নিয়েছে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন আগামী দুইমাসে দেশের বিভিন্ন জেলায় ২৫টির অধিক সচেতনতামুলক সেমিনার আয়োজন করতে যাচ্ছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: