• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নেক্সজেন গ্লোবাল গ্রুপে কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন জোসিতা সানজানা

প্রকাশিত: ১১:১৬, ১৫ আগস্ট ২০২৪

আপডেট: ১১:১৮, ১৫ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
নেক্সজেন গ্লোবাল গ্রুপে কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন জোসিতা সানজানা

চলতি বছরের জুলাই থেকে নেক্সজেন গ্লোবাল গ্রুপের অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দায়িত্ব গ্রহন করেছেন জোসিতা সানজানা। সুদীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জোসিতা সানজানা, কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিক নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোম্পানিটির ফাউন্ডার এবং ডিরেক্টর হেমি হোসেন।

জোসিতা সানজানা তার সমৃদ্ধ ক্যারিয়ারের বিভিন্ন সেক্টরে গুরুত্ব পূর্ণ লিডারশীপ রোলে কাজ করেছেন।এগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো, ম্যারিওট ইন্টারন্যাশনাল, এডিএন টেলিকম লিমিটেড, ডেকোইশো গ্রুপ এবং ওপ্পো বাংলাদেশের মতো স্বনামধন্য কোম্পানিত। এছাড়াও তিনি কর্পোরেট হোস্ট এবং স্পিকার হিসেবে তার ক্যারিয়ারে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। যা তাকে বাংলাদেশের কর্পোরেট জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত করেছে। 

নেক্সজেন গ্লোবাল গ্রুপে দায়িত্ব প্রাপ্ত হয়ে সানজানা জোসিতা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সকল কার্যক্রম পরিচালনা সহ কোম্পানির ইন্টারন্যাশনাল পোর্ট ফলিওতে উৎকর্ষ সাধনে ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। নেক্সজেন গ্লোবাল গ্রুপের সমগ্র কার্যক্রম বাংলাদেশ, অস্ট্রেলিয়া সহ ফিজি এবং ফিলিপাইনেও বিস্তৃত। বর্তমানে নেক্সজেন গ্লোবাল মূলত স্কিল মাইগ্রেশন, স্কিল ডেভেলপমেন্ট, স্টুডেন্ট রিক্রুইট্মেন্ট এবং এডমিশনসহ, ই-লারনিং এবং ডিজিটাল মার্কেটিং এর মত ডাইভারসিফাইড উইংস নিয়ে কাজ করছে। 

সানজানা জোসিতার ব্যবসায়িক কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ নেতৃত্ব কোম্পানিকে অনেক দূর অগ্রসর করবে এবং কোম্পানির সক্ষমতাকে আরো বহুগুণ বাড়িয়ে তুলবে বলে ম্যানেজমেন্ট যথেষ্ট আশাবাদী। 

নেক্সজেন গ্লোবাল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক হেমি হোসেন বলেন, “ আমরা সানজানাকে নেক্সজেন গ্লোবাল গ্রুপ পরিবারে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। তার সুদীর্ঘ অভিজ্ঞতা এবং ব্যতিক্রমী দক্ষতা নেক্সজেন গ্লোবাল গ্রুপকে আরো সমৃদ্ধ করে তুলবে। দেশে এবং বিদেশে আমাদের কোম্পানির কার্যক্রম আরো বেশি সুদূর প্রসারী ও কার্যকারী করতে সানজানার যোগদান নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করবে।“  

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2