• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাশরিফকে ডেকে নিয়ে ৮ বছরের মেয়ের সাথে জোর করে বিয়ে দেন শরীয়তপুরী

প্রকাশিত: ১৫:১৫, ৫ জুলাই ২০২২

আপডেট: ১৫:৩২, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
তাশরিফকে ডেকে নিয়ে ৮ বছরের মেয়ের সাথে জোর করে বিয়ে দেন শরীয়তপুরী

গত বছরের এপ্রিলের দিকে ক্বারী জুবায়ের আহমেদ তাশরিফকে বাসায় দাওয়াত দিয়ে নিজের মেয়েকে বিয়ে করতে বাধ্য করেন ইসলামী বক্তা আব্দুল খালেক শরিয়তপুরী। জানা গেছে, আব্দুল খালেক শরিয়তপুরীর মেয়ের নাম শরীফা ইসলাম। তার বয়স ৮ বছর। অন্যদিকে তাশরিফের বয়স ২২ বছর।

মেয়ের বয়স কম হওয়ায় কাবিন হয়নি। পাঁচ লাখ টাকা দেনমোহর ঠিক করে স্টাম্প করা হয়।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়েছে, সেখানে তাশরিফকে বলতে শোনা যায়, গত রমজানে ইফতারের দাওয়াত দেন আব্দুল খালেক শরিয়তপুরী। তখন সে তার মেয়েকে বিয়ে করতে বলেন। তাশরিফ বলেন, অভিভাবক ছাড়া কিভাবে বিয়ে হয়। অভিভাবক লাগবে না বলে মন্তব্য করেন শরীয়তপুরী।

আরও পড়ুন:

তাশরিফ অডিওতে বলেন, এই বিয়ে মানেন না বলে বাবা জানায়। পরে বাবাকে ডেকে এনে আবার বাবাকে চাপ সৃষ্টি করে। পরে শারিরীকভাবেও হেনস্থা করেন। এসময় সাদা কাগজে স্বাক্ষর নেয়। সেই কাগজ নিয়ে এক পর্যায়ে ১৭ লাখ টাকার মামলা করতে থানায় যান খালেক শরিয়তপুরী। কিন্তু থানা মামলা নেয়নি।

আরও পড়ুন:

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় সাদা কাগজ ও স্টাম্প উদ্ধার করা হয়ে জানিয়ে ক্বারী তাশরিফ বলেন, এই বিয়ে টিকবে কি টিকবে না জানি না। এটা নিয়ে অভিভাবকরা বসবেন। 

ডিভোর্সের বিষয়ে বলেন, ৮ বছর বয়সী মেয়ের কি কাবিন হয়? কাবিন না হলে ডিভোর্স হবে কোথা থেকে।

আরও পড়ুন:

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2