সাজেদা চৌধুরীর মৃত্যুবার্ষিকী: আওয়ামী লীগের শ্রদ্ধা

সাজেদা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় সংসদের সাবেক উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডীর সাবেক সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১১ সেপ্টেম্বর)। ২০২২ সালের ১১ ই সেপ্টেম্বর রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সাজেদা চৌধুরী।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বনানীতে সাজেদা চৌধুরীর কবরে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এ সময় নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের দাবিসহ আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে সোচ্চার ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। শুধু আওয়ামী লীগে নয় বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম।
দলের সভাপতিমন্ডলির সদস্য আব্দুর রহমান বলেন, যে আদর্শ নিয়ে সাজেদা চৌধুরী কাজ করেছেন, সেই আদর্শ নিয়ে এগিয়ে যেতে চান। নেতারা বলেন, দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি। দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লা, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: