• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল’

প্রকাশিত: ২০:১৩, ১০ মে ২০২৫

আপডেট: ২০:১৩, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
‘নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ বলেছেন, ‘নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল।’ শনিবার (১০ মে) বরিশাল নগরীর লঞ্চঘাট ও তার আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। 

এসময় রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই। কিন্তু, তারা মূল দায়িত্ব বাদে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এখনও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের বড় বড় পদে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা বিদ্যমান। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতিদ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকারের অনভিজ্ঞতার কারণে নানান জটিলতা সৃষ্টি হচ্ছে। কুচক্রী মহল নির্বাচন বানচালে উঠেপড়ে লেগেছে। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। নির্বাচন যত দেরি হবে দেশজুড়ে সংকট আরও বাড়বে। 

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে একেক সময় একেক মন্তব্য করে যাচ্ছেন যা বিভিন্ন মিডিয়ায় প্রায় সময়ই দেখা যাচ্ছে। কিন্তু, নির্বাচন ইস্যুতে তাদের একেক জনের একেক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের প্রত্যাশা একটি স্থায়ী সরকার। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান রহমাতুল্লাহ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির মাসুদ, জাহিদুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান রনি, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, স্বাধীনতা ফোরাম, বরিশাল নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, সদর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরজু মৃধা, আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ নগর ছাত্রদলের সহ-সভাপতি, ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সগীর হোসেন, মোঃ আলামিন, মো: আশরাফ হোসেন প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: