• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেড় দশক পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের চেয়ারম্যান

প্রকাশিত: ১৮:৪৪, ১০ মে ২০২৫

আপডেট: ১৯:০৫, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
দেড় দশক পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের চেয়ারম্যান

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেছেন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার অন্যতম ফাঁসির আসামি হানিফ পরিবহনের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। শনিবার (১০ মে) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বেলা ১২ টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মো. হানিফ গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত হতে খালাস পান । 

তার স্বদেশ প্রত্যাবর্তনে শনিবার (১০ মে) দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান। 

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০ টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারাদেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিকেল ৪ টা ১৫ মিনিটের‌ দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১ নং টার্মিনালের ভিতর দিয়ে ছাদখোলা জীপে চড়ে বাইরে বেরিয়ে আসেন।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী আলহাজ কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগিনা আকাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, জাকারিয়া মাহমুদ (যুক্তরাষ্ট্র) অ্যাড. পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: