• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদ্যাসাগর পুরস্কার পেলেন ইবির সাবেক উপাচার্য ড. রাশিদ আসকারী

প্রকাশিত: ১৩:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিদ্যাসাগর পুরস্কার পেলেন ইবির সাবেক উপাচার্য ড. রাশিদ আসকারী

উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভারতের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় কলকাতা এবং বিদ্যাসাগর সোসাইটি, ঢাকা বাংলাদেশ যৌথভাবে তাকে এ পদকে ভূষিত করেছেন। 

যুক্তিবাদ, ধর্মনিরপেক্ষতা, উদারতাবাদ, প্রগতিবাদ, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে তার লেখনি এবং বাংলাদেশের উচ্চশিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন ভারতের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাজ কুমার কোথারি এবং বিদ্যাসাগর সোসাইটি ঢাকা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সচিব ড. মোহাম্মদ আব্দুল হাঈ।

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর সোসাইটি, ঢাকা কর্তৃক যৌথভাবে আয়োজিত 'বিদ্যাসাগর অ্যান্ড দ্য এপিস্টেম অব বেঙ্গল' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কলকাতাস্থ ভারতী ভবনে অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ড. রাশিদ আসকারী একজন বিশিষ্ট বাংলাদেশী শিক্ষাবিদ, মুক্তবুদ্ধির লেখক, কথাসাহিত্যিক, কলামিস্ট, অনুবাদক এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। 

এনামুল সোহান, ইসলামী বিশ্ববিদ্যালয় 

মন্তব্য করুন: