মিসির আলী ও হিমু চরিত্রের স্রষ্টার ৭৫তম জন্মদিন
 
								
													নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ। গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে প্রিয় লেখকের জন্মদিন। ২০১২ সালে ক্ষণজন্মা এ কথাশিল্পীর জীবন কেড়ে নেয় ক্যানসার। মুগ্ধ পাঠকের হৃদয়ে দীর্ঘকাল তিনি বেঁচে থাকবেন তার রচনাবলিতে।
১৯৪৮সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্ম। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। হুমায়ূন আহমেদ তার দীর্ঘ চার দশকের সাহিত্যজীবনে উপহার দিয়েছেন সাড়া জাগানো সব উপন্যাস। তৈরি করেছেন হিমু, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্র। নির্মাতা হিসেবেও উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক এবং চলচ্চিত্র।
বহু পুরস্কারে ভূষিত হয়েছেন হুমায়ূন আহমেদ। তার মধ্যে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার উল্লেখযোগ্য।
বিভি/এজেড
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: