সালমান খানের জন্মদিন আজ
বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা সালমান খানের জন্মদিন আজ (২৭ ডিসেম্বর)। আর এর মধ্য দিয়ে তিনি পা রাখলেন ৬০ বছরে। দীর্ঘদিনের রীতি মেনে এবারও তিনি জন্মদিন উদযাপন করছেন ব্যক্তিগত পরিসরে- পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের নির্বাচিত কয়েকজনের উপস্থিতিতে, পানভেলের ফার্মহাউসে।
জাঁকজমকপূর্ণ জনসমাগমের পরিবর্তে সালমান খানের ৬০তম জন্মদিন উদযাপন হচ্ছে একান্ত ঘরোয়া পরিবেশে। অতিথি তালিকা ইচ্ছাকৃতভাবেই সীমিত রাখা হয়েছে। এতে রয়েছেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা কয়েকজন পরিচালক। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য আড্ডা, স্মৃতিচারণা ও আন্তরিক সময় কাটানো-বড় আয়োজন নয়।
জন্মদিনের অন্যতম আকর্ষণ একটি বিশেষভাবে নির্মিত ট্রিবিউট ভিডিও। এতে সালমান খানের তিন দশকের ক্যারিয়ারে তার সঙ্গে কাজ করা একাধিক পরিচালক ব্যক্তিগত বার্তা দিয়েছেন। তারা শেয়ার করেছেন কাজের অভিজ্ঞতা, নানা স্মরণীয় ঘটনা ও গল্প, যা সালমানের অভিনয়জীবনের বিবর্তন এবং ভারতীয় সিনেমায় তার দীর্ঘস্থায়ী প্রভাবকে তুলে ধরেছে।
ভক্তরা তাকে ‘ভাইজান’ বলে ডাকেন। এটা নিছক ডাকনাম নয়, এক ধরনের সম্পর্ক। বড় ভাই যেমন পরিবারকে আগলে রাখে, তেমনি সালমান খানও তার সহশিল্পী, নতুন অভিনেতা কিংবা কর্মীদের পাশে দাঁড়ান। অনেক নতুন মুখ তার হাত ধরেই বলিউডে জায়গা পেয়েছেন। এই ভাইজান হয়ে ওঠার পেছনে আছে কর্তৃত্ব নয়, বরং দায়িত্ববোধ। তাই তো বয়স বাড়লেও তিনি শুধু নায়ক নন, হয়ে উঠেছেন এক প্রজন্মের অভিভাবকসুলভ চরিত্র।
এবারের জন্মদিন আরও তাৎপর্যপূর্ণ, কারণ সালমান খান হলেন বলিউডের আইকনিক ‘খান’ ত্রয়ীর মধ্যে শেষ ব্যক্তি যিনি ৬০ বছরে পা রাখলেন। এর আগে চলতি বছরই ৬০ পূর্ণ করেছেন আমির খান ও শাহরুখ খান। এই মুহূর্তটি প্রতীকীভাবে বলিউডের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করে- যে অধ্যায় তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় আধিপত্য বিস্তার করেছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, বয়স বাড়লেও শিল্পে সালমানের প্রাসঙ্গিকতা অটুট।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: