• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে হত্যায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতারের আহ্বান

প্রকাশিত: ১৭:৩৭, ৩০ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৩৮, ৩০ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে হত্যায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতারের আহ্বান

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় কিছু চিহিৃত দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হওয়ার খবরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে। নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু চিহ্নিত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান। 

এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গভীরভাবে শোকাহত এবং দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্ত মাধ্যমে বের করতে হবে এবং  কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

আমি নির্দ্বিধায় জানাতে চাই কোন অপরাধমূলক ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোন অপরাধীর দায়িত্ব জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠন নিবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই ধরণের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন, যা আমরা প্রতিপালন করতে সদা সচেষ্ট এবং সদা সচেতন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: