• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

রাজপথে অটল অগ্রযাত্রা: কাঁটা বিছানো পথেও অবিচল খালেদা জিয়া

ইদ্রিস আলম

প্রকাশিত: ১৩:০৪, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:২১, ৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ

রাজনীতি ও আন্দোলনের উত্তাল সময়গুলোতে নানামুখী চাপ, হামলা-মামলার ঘূর্ণাবর্ত এবং অবিরাম প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান থেকে সরে আসেননি বেগম খালেদা জিয়া। সময়ের কাঁটায় ক্ষতবিক্ষত হয়েও তিনি বারবার ফিরে এসেছেন আন্দোলনের মাঠে; দৃঢ়তা, সাহস এবং নেতৃত্বের অটল প্রমাণ হয়ে। তার রাজনৈতিক জীবনের এই অধ্যায় যেন প্রতিকূলতার কাছে নত না হওয়া এক অনমনীয় সংগ্রামী নারীর প্রতিচ্ছবি।

যতবার হামলার শিকার হয়েছেন খালেদা জিয়া:

২০ এপ্রিল ২০১৫ সাল। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় গেলে কারওয়ান বাজারে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর একই দিনে প্রথম হামলার পর বাংলা মটর ও ফকিরাপুল এলাকায় তার কনভয় ভাঙচুরের চেষ্টা চালানো হয়। 

২৮ অক্টোবর ২০১৭। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে, ফেনী জেলার ফতেহপুর মোহাম্মদ আলী বাজার এলাকায় কনভয়ে হামলা হয়। এতে প্রায় ৪০-৫০ গাড়ি ভাঙচুর, মিডিয়ার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়ে মারা হয়। আহত হয় প্রায় ৪৫ জন। 

এরপর ৩১ অক্টোবর ২০১৭। একই সফরের ফিরতি পথে, কনভয় পাস করার সময় একটি পুলিশভর্তি ফিলিং স্টেশন -এর সামনে যাত্রাপথে পেছনের দিক থেকে দুই বাসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বেশ কিছু বাস জ্বলে যায়। যদিও খালেদা জিয়ার নিজের গাড়ি অক্ষত ছিল।

এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ঘৃণ্য হামলা চালায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাঠি নিয়ে বেগম জিয়াকে আক্রমণ করতে এলে পুলিশ জায়গা করে দেয়। এমন দৃশ্যও দেখেছে জাতি।

নানান প্রতিকূলতা, হামলা-মামলা পেরিয়ে রাজনীতিতে বেগম খালেদা জিয়া এগিয়ে যাওয়ার গল্প তেমন সহজ ছিল না। এভাবেই বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয় বেগম খালেদা জিয়াকে ঘিরে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে তীব্র দ্বন্দ্ব, রাস্তায় আন্দোলন, হামলা এবং মামলা; সব ধরণের প্রতিকূলতা মোকাবিলা করেই তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন। তার পুরো রাজনৈতিক যাত্রা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক বৈশিষ্ট্যপূর্ণ দৃষ্টান্ত। 

আশির দশকের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অন্যতম শীর্ষ নেত্রী ছিলেন খালেদা জিয়া:

১৯৮০ এর দশকের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অন্যতম শীর্ষ নেত্রী হিসেবে উঠে আসেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তিনি একের পর এক মিছিল, সভা-সমাবেশ এবং অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন। কয়েক দফায় গৃহবন্দি ও গ্রেফতার হলেও রাজনৈতিক প্রতিশ্রুতিতে কখনোই বিচলিত হননি।

হামলা-নির্যাতন ও রাজনৈতিক সহনশীলতা আরেক নাম বেগম খালেদা জিয়া। রাজনৈতিক কর্মসূচিতে বাধা, বাসভবন ঘেরাও, রাস্তায় হামলা; এসবের মধ্য দিয়েও তিনি সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র সমালোচনার মুখেও খালেদা জিয়া গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকে লড়াই চালিয়ে গেছেন।

বিগত দুই দশকে তার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়, যার কয়েকটিতে তিনি কারাবন্দিও হন। আইনি লড়াইয়ের মধ্যেই বিএনপির নেতৃত্ব ধরে রাখেন এবং নিজের রাজনৈতিক অবস্থান নতুনভাবে শক্তিশালী করেন। কারামুক্তির পরও গণতন্ত্র, নির্বাচন ও মানুষের অধিকার প্রশ্নে তিনি দলকে সক্রিয় রাখেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। হামলা, মামলা, কারাবাস, রাজনৈতিক দমন; এসব প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি নিজের অবস্থান অটুট রেখেছেন। ফলে তার রাজনৈতিক ভূমিকা আজও দেশের রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2