• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২০ দিন পর ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

প্রকাশিত: ১০:৪০, ২৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
২০ দিন পর ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

২০ দিন পর ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

হ্যাকার কবলে পড়া ইউটিউব চ্যানেল উদ্ধার করেছেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে তার চ্যানেলটি। গত ৮ অক্টোবর হ্যাকড হওয়ার ২০ দিন পর চ্যানেল ফিরে পেলেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে আজহারী জানান, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।


  
হ্যাকাররা চ্যানেলটি নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। ২০২০ সালের ১৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2