• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ম্যানহাটনের রোদেলা দুপুর উপভোগ করছেন আজহারী

প্রকাশিত: ১৪:৪৯, ৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ম্যানহাটনের রোদেলা দুপুর উপভোগ করছেন আজহারী

দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর হুট করেই দেশে ফিরেছিলেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। নিরবে এসে আবার ১০ দিনের মাথায় ফিরেও গিয়েছিলেন তিনি। তার এই ছোট্ট সফরের পর সবাই ভাবছেন তিনি বোধহয় মালয়েশিয়াকে আছেন, না আপাতত তিনি আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

ফেসবুক-ইউটিউবে সব সময় সরব আজহারী গত ১১ অক্টোবর মালয়েশিয়া ফিরে যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান। তবে কবে মার্কিন মুলুকে গেছেন সেটা জানা যায়নি। কিন্তু গত ২ নভেম্বর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এই ইসলামী আলোচক।

নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘রোদেলা দুপুর..’ ওই ছবির নিচে কমেন্ট বক্সে তিনি স্থানের বিষয়ে খোলাসা করে লিখেছেন, ‘ম্যানহাটনের রোদেলা দুপুর— নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র’।

তিনটি আলাদা আলাদা ছবিতে ভিন্ন ভিন্ন ক্যাপশন দিয়েছেন। প্রথম ছবিতে লিখেছেন, ম্যানহাটনের রোদেলা দুপুর— নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ছবির ক্যাপশন, হাডসন নদীর তীরে, যা নিউইয়র্ক এবং নিউজার্সিকে বিভক্ত করেছে। তৃতীয় ছবিতে লিখেছেন, তপ্ত দুপুরে রিভার-ক্রুজ। পেছনে শোভা পাচ্ছে নিউইয়র্ক ও নিউজার্সি।

ছবিটি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৫ লাখের বেশি মানুষ রিয়্যাক্ট করেছেন। আর কমেন্ট সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে। প্রায় দুই হাজার মানুষ তার ওই ছবি শেয়ারও করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2