• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সমাজে আলেমদের দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে, কাতারে শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ০৯:৫১, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:৩১, ১৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সমাজে আলেমদের দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে, কাতারে শায়খ আহমাদুল্লাহ

কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীন আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের আমন্ত্রণে, মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার-এর ব্যবস্থাপনায় ৮ এপ্রিল চার দিনের কাতার সফরে গিয়েছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। 

স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন, দোহা কাতার-এর সেক্রেটারি ও এন্তেজামিয়া কমিটির প্রধান মাওলানা মুশাহিদুর রহমান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শায়খকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। 

চার দিনের সফরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নেন শায়খ আহমাদুল্লাহ। আট এপ্রিল শাইখ গানেম মসজিদে উলামা সমাবেশে যোগদান করেন। উলামায়ে কেরামকে লক্ষ্য করে শায়খ বলেন, ‘আলেমদের দায়িত্ব শুধু মসজিদ-মাদরাসামুখীই নয়, সমাজের প্রত্যেক সেক্টরে আলেমদের দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে।’

এছাড়াও আল ওয়াকরাহ বড় মসজিদ, আল আতিয়া বড় মসজিদ, মশহুরুল হক স্কুল অ্যান্ড কলেজ (বাংলাদেশ স্কুল) কাতারে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন শায়খ আহমাদুল্লাহ।

প্রবাসীদের হালাল উপার্জন, পারিবারিক বন্ধন এবং সৎভাবে জীবনযাপনের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে প্রসঙ্গত শায়খ বলেন, অনেকে ভাবেন দেশে পরিবার রেখে এসে টাকা উপার্জন করে পাঠালেই দায়িত্ব শেষ। কিন্তু না, প্রবাসে থেকে পরিবার ভেঙে যাওয়া, সন্তানদের পথভ্রষ্ট হওয়া এখন বড় বাস্তবতা। তাই, প্রবাসীদের পরিবারের খোঁজখবরের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এগারো এপ্রিল কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটিতে বাদ জুমা কাতার বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন শায়খ আহমাদুল্লাহ।

একই দিনে গানেম মসজিদে বাদ আসর বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব‍্যবসায়ী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বাদ এশা আব্দুল্লাহ বিন যায়েদ ইসলামিক কালচারাল সেন্টার মসজিদে এক দাওয়াহ সেমিনারে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন শায়খ আহমাদুল্লাহর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান‍্যবর রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম।

শুক্রবার রাত এগারোটায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের সভাপতি মাওলানা ফরিদ আহমাদ ফরিদী সহসভাপতি: মাওলানা হারুনুর রশীদ সেক্রেটারি: মাওলানা মুশাহিদুর রাহমান সহ অন্যান্যরা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শায়খ আহমাদুল্লাহকে বিদায় জানান।

বিভি/এসজি

মন্তব্য করুন: