বাংলাভিশনের নিউজরুম এডিটর তানিনের বাবা মারা গেছেন
বাংলাভিশনের নিউজরুম এডিটর তানজিনা ইসলাম তানিনের বাবা আমিনুল ইসলাম মোল্লা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর একটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
কুমিল্লা জেলার দ্বেবীদার উপজেলার বারেরা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বাদ মাগরিব বারেরা মোল্লাবাড়ি জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে দাফন করা হয়।
তার এই মৃত্যু শোকাহত বাংলাভিশন পরিবার। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মীরা।
বিভি/এজেড




মন্তব্য করুন: