• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

পরপারে পাড়ি জমালেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম

প্রকাশিত: ১৮:১৩, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পরপারে পাড়ি জমালেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম। ফাইল ছবি

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে সেখানে তার হৃদ্‌যন্ত্রে রিং পরানো হয়।

গত শনিবার থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে রবিবার সন্ধ্যায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।

তবে পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। আজ বিকেল ৫টায় চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে বলে তার পরিবার, বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে  দাফন করা হতে পারে বলে জানা গেছে।

৭৩ বছর বয়সে মারা যাওয়া প্রখ্যাত এই কথাসাহিত্যিক ঢাবির ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে অবসর নেন তিনি। এরপর তিনি ইউল্যাবে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাবির ইমেরিটাস অধ্যাপক করা হয়। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2