বলিউড বাদশাহ্’র জন্মদিন আজ, কত হলো বয়স
বলিউড বাদশা হিসেবে পরিচিত শাহরুখ খানের জন্মদিন আজ (২ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ‘বাদশাহ’, ‘বলিউডের কিং’ ও ‘কিং খান’ হিসেবে পরিচিত শাহরুখ খান। তিনি ৯০টিরও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ৩৩ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৫ সালের এসে ৬০ বছর বয়সে পাঁ দিলেন শাহরুখ খান।
জানা যায়, শাহরুখ খান ১৯৮০-র দশকের শেষের দিকে ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ নামক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ডর (১৯৯৩), বাজিগর (১৯৯৩), ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। এরপর থেকে আর থেমে থাকতে হয়নি তাকে। প্রেম, অ্যাকশন, কমেডি, ট্র্যাজেডি- সব ধরনের চরিত্রে দর্শকদের মুগ্ধ করে নিজেকে পরিণত করেছেন কিং, তারপর বাদশাহ।
ব্যক্তি জীবনে গৌরী খানকে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ। সেই সংসারে তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সুখেই কাটছে তার জীবন। শাহরুখের উত্থানের কাহিনিজুড়ে আছে তার পরিবার।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: