• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী আর নেই

প্রকাশিত: ১৯:০৫, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী আর নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

জানা যায়, আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সারাদেশব্যাপী বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন। একজন প্রবীণ রাজনীতিবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন ও সমাজনেতা হিসেবে তিনি দেশব্যাপী সুপরিচিত ছিলেন।

উল্লেখ্য, তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতে উচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2