• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

পরীর জলক

প্রকাশিত: ১৪:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পরীর জলক

ছবি : এম এইচ বিপু

রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই মুক্তি পেয়েছে ঢাকাই সিনামার আলোচিত নায়িকা পরীমণির নতুন ছবি 'পাফেড ড্যাডি'। এর মধ্যে পরীমণির একাটা ফ্যাটোস্যুটও করেছেন। মা হবার সময়ে কিছুটা মুটিয়ে যাওয়া নায়িকা মেদ কমিয়ে ফিরে এসেছেন যেন আগের চেয়েও আকর্ষণীয় রূপে। পরীমণি নিছেই লিখেছেন বরাবরের মতো এবারও তার মেকওভার করেছেন জাহিদ খান আর ছবি তুলেছেন এম এইচ বিপু। তাদের ধন্যবাদ জানিয়ে ঢাকাই ছবির এই আলোচিত নায়িকা নিম্নের লেখাটি লেখেন.....

 

ডিয়ার জাহিদ খান তুমি আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দিনগুলোতে আমাকে সাজিয়েছো। আমার বিয়ের রিসেপশন , আমার ছেলের প্রথম বার্থডে, আমার গুরুত্বপূর্ণ অনেক ইভেন্ট থেকে শুরু করে এই (তুমি জানো কি দিন ছিলো এটা) দিন টা তেও তোমার হাতেই আমার সাজ দেখ! তোমার মেকওভার এর দক্ষতা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই ভাই। তুমি একজন ট্রু ম্যাজিশিয়ান ! এতো ভালোবেসে কাজটা করো তুমি ! আমি প্রতিবার তোমার এই ম্যাজিক টাচ এ মুগ্ধতায় বুদ হয়ে থাকি।

আনেক আনন্দ নিয়ে বাঁচো ভাই। দোয়া। 

থ্যাংক ইউ ডিয়ার এম এইচ বিপু তুমি ছাড়া এতো সুন্দর ছবিগুলো কি করে হতো!

মন্তব্য করুন: