এবার ভারতীয় নারীদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ

৬ জুলাই দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারতের মেয়েরা। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। আগামী ৯ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। .টি-টোয়েন্টি লড়াইয়ের বাকি ম্যাচ দুটি হবে ১১ ও ১৩ জুলাই। আর ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মাঠে গড়াবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই।
আজ ছিলো ট্রফি উন্মোচন..
ভারতীয় মেয়েদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে মিরপুরে প্রায় ১১ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সবশেষ ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। অবশেষে সেই বহুল প্রতিক্ষার অবসান হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলের।
মন্তব্য করুন: