চোখ জুড়ানো কোমল সৌন্দর্য্যের নাম তানজিকা আমিন
বড্ড মিষ্টি মেয়ে তানজিকা আমিন। অনেকেই বলে থাকেন, বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান অথচ আন্ডাররেটেড আর্টিষ্টদের মধ্যে তানজিকা আমিন অন্যতম। যার সব আক্ষেপ ঘুচেছে আশফাক নিপুন তার মহানগর ২ সিরিজে। নতুন ভাবে নতুন এক রূপে নিজের উপস্থিতি জানিয়েছেন তানজিকা।
স্যোশাল মিডিয়ায় বেশ সরব তানজিকা। নিজের ছবিসহ পরিবারের সকলের ছবি, সহকর্মীদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তানজিকা।
বিভি/এজেড
মন্তব্য করুন: