• NEWS PORTAL

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

চোখ জুড়ানো কোমল সৌন্দর্য্যের নাম তানজিকা আমিন

প্রকাশিত: ১৫:৪৩, ১৭ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
চোখ জুড়ানো কোমল সৌন্দর্য্যের নাম তানজিকা আমিন

বড্ড মিষ্টি মেয়ে তানজিকা আমিন। অনেকেই বলে থাকেন, বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান অথচ আন্ডাররেটেড আর্টিষ্টদের মধ্যে তানজিকা আমিন অন্যতম। যার সব আক্ষেপ ঘুচেছে আশফাক নিপুন তার মহানগর ২ সিরিজে। নতুন ভাবে নতুন এক রূপে নিজের উপস্থিতি জানিয়েছেন তানজিকা।

স্যোশাল মিডিয়ায় বেশ সরব তানজিকা। নিজের ছবিসহ পরিবারের সকলের ছবি, সহকর্মীদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তানজিকা।

বাবার সাথে তানজিকা

মায়ের সাথে তানজিকা

বাবা-মায়ের সাথে তানজিকা

তানজিকা আমিনের কাছ থেকে এই ইন্ডাস্ট্রির নেবার ছিলো অনেক কিছু

সহকর্মীদের সাথে আড্ডায় তানজিকা।

বাবা-মায়ের কোলে সাড়ে চারমাস বয়সী তানজিকা

মহানগর সিজন ২ এর মিতু যেন অনেক যুবকের বড়বোন

মাসুমের বড় বোন মিতু। মহানগর-২ এ দিব্যজ্যোতি ও তানজিকা

আপাতত ক্যারিয়ার নিয়েই ব্যস্ত আছেন তানজিকা আমিন

বিভি/এজেড

মন্তব্য করুন: