• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

৩৮ বছরেও লাস্যময়ী পুনম (ফটো গ্যালারি)

প্রকাশিত: ১৯:৪২, ২ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:৪৪, ২ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
৩৮ বছরেও লাস্যময়ী পুনম (ফটো গ্যালারি)

৩৮ বছরে এসেও তরুণী পুনম বাজওয়া (ফটো গ্যালারি)

ভারতীয় চলচ্চিত্রের তামিল, তেলেগু ও মালায়লাম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পুনম বাজওয়া। ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে বয়স ঠেকেছে আটত্রিশে। কিন্তু এখনো যেন সেই তারুণ্য বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। নেই বয়সের এতোটুকু ছাপ।

৩৮ বছরে এখনো যেন সেই তারুণ্য বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। নেই বয়সের এতোটুকু ছাপ।

১৯৮৫ সালের ৫ এপ্রিল ভারতের মুম্বাইয়ের জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।

ভারতের নেভি অফিসার অমৃত সিং বাজওয়া ও গৃহিনী জয়লক্ষী বাজওয়া দম্পতির বড় মেয়ে পুনম।

পুনের সিম্বোসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে ডিগ্রি নিয়েছেন পুনম।

তেলেুগু ইন্ডাস্ট্রির ‘মোদাতি সিনেমা’ দিয়ে ২০০৫ সালে শোবিজ জগতে যাত্রা শুরু হয় পুনমের।

পুনমের ছোট বোন আছে দিপীকা বাজওয়া। যিনি ২০০৫ সালের মিস পুনে নির্বাচিত হয়েছেন।

কিংবদন্তী অভিনেত্রী নাগার্জুনার বিপরীতে ‘বস’ সিনেমায় অভিনয় করলে ক্যারিয়ারে জোয়ার আসে পুনমের।

২০২২ এর অক্টোবরে পুনম তার ইনস্টাগ্রামে ঘোষণা দেন পরিচালক সুনীল রেড্ডির সাথে তার সম্পর্ক রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত