• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

৮ থেকে ৮০- সকলের পছন্দ তটিনী’র মিষ্টি হাসি

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
৮ থেকে ৮০- সকলের পছন্দ তটিনী’র মিষ্টি হাসি

তানজিম সাইয়ারা তটিনী

হালের জনপ্রিয় তারকা অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার অনবদ্য অভিনয় শৈলী ও মিষ্টি হাসির জন্য অল্প দিনেই হয়ে উঠেছেন শোবিজের জনপ্রিয় মুখ। 

তরুণরাই কেবল তার হাসির প্রেমে পড়েছে, এমন বললে কমই বলা হবে। ৮ থেকে ৮০- সবাই পছন্দ করছেন তাকে। যিনি দেখছেন, যেন তাকিয়ে থাকছেন কিছুক্ষণ। ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে তার হাসির চর্চা আর মুগ্ধতার কথা; শেয়ার হচ্ছে তার ছবি।

বরিশালের মেয়ে তটিনীর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। ঢাকায় এসেছিলেন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়ার জন্য। পড়ুয়া সেই মেয়ের রোগীর সেবা করার স্বপ্ন কোন সময় অভিনয়ে ঠেকেছে বুঝতেই পারেননি তিনি!

মিডিয়াতে যাত্রা শুরু হয় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। এরপর ‘হাউস নং ৬৯’-এ  ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তটিনী। 

ছোট পর্দার এই তরুণ অভিনেত্রীর ফ্যাশন সেন্সও দারুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দিলে তার ছিমছাম লুকের নানা ছবি অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে তা স্পষ্ট বোঝা যায়। 

বিভি/জোহা

মন্তব্য করুন: