খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র দেখতে উৎসুক সব বয়সী মানুষ
একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তার সংগ্রামী পথচলা আর কর্মময় জীবনের ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।

সেখানে বেগম খালেদা জিয়ার জন্য শোকবইও খোলা হয়েছে।

শুক্তবার (৯ জানুয়ারি) বাদ জু'মা জিয়া উদ্যানে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।

এসময় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা'র সভাপতি মারুফা রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে দেশনেত্রী বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় ১০০টি স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

শোক বইতে সাক্ষর করেন প্রদর্শনীতে আসা দর্শনার্থীরাও।

খালেদা জিয়ার জীবনী নিয়ে নির্মিত এই তথ্যচিত্র দেখতে আসেন নারী-পুরুষসহ সব বয়সী মানুষ।

মায়ের কোলে চড়ে আসে শিশু। কিশোর-কিশোরীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

কেউ কেউ আবার বেগম জিয়ার প্রদর্শনীর ছবিও তুলে রাখেন নিজের মোবাইল ফোনে।

বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ ঠিক মতো চোখে দেখতে পারেন না। নজর একদম প্রদর্শনীর কাছে নিয়ে দেখেন খালেদা জিয়াকে।
বিভি/এজেড




মন্তব্য করুন: