• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঈদের ছুটিতে মায়ের কাছে ফিরে যাওয়ার উচ্ছ্বাস (ছবিতে)

প্রকাশিত: ১৮:২২, ৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ঈদের ছুটিতে মায়ের কাছে ফিরে যাওয়ার উচ্ছ্বাস (ছবিতে)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুক্রবার (৮ জুলাই) থেকে মঙ্গলবার (১২) পর্যন্ত ছুটি মিলেছে। কর্মক্ষেত্র থেকে ছুটি মেলাটা বড্ড দুস্কর। তবে ঈদ উদযাপনের ক্ষেত্রে ছুটি যেন অবধারিত। তাই এই সুযোগে মায়ের ছোঁয়া নিতে হাজারো দুর্ভোগ নিয়ে ফিরতে হয় নাড়ির টানে।

রইলো মায়ের কাছে ফেরার যাত্রাপথের কিছু ছবি। (ছবি: নিয়াজ মাখদুম)

হাজারো ভোগান্তি পেরিয়ে লঞ্চ টার্মিনালে প্রবেশ যেন বাড়ির ঘ্রাণ পাওয়া।

ওই দেখা যায় লঞ্চ।

যেভাবে হোক উঠতে হবে। মায়ের কাছে যেতে হবে।

 

লঞ্চে পা রাখতে পারা, এ যেন মায়ের আঁচলের ছোঁয়া

ওই দেখা যায় আরেক লঞ্চ।

শুধু যাত্রী আর যাত্রী। যেভাবেই হোক ফিরতে হবে মায়ের কোলে।

পিছিয়ে পড়ছে উত্তাল ঢেউ। এগিয়ে যাচ্ছে যাচ্ছে স্বপ্ন যাত্রা।

শত বাঁধা আর ভোগান্তি পেরিয়ে এলাম মায়ের কোলে। গন্তব্যে না পৌঁছালেও যাত্রা পথের অর্ধেক পেরোলে অনুভূতি এমনই হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2