ভার্সেটাইল নাজমী জান্নাত

নাজমী
নাজমী জান্নাত। পূরো নাম ফাতিমা জান্নাত রিহানা নাজমী। মূলত উপস্থাপনা দিয়ে সবার নজর কাড়লেও মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসাবেও পরিচিত আছে। তাছাড়া নাজমী রাজধানীর উত্তরা ইউনিভারসিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষিকা। চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসাবে ‘ঢাকা অ্যাটাকে তার কাজ বেশ প্রশংসিত হয়। মডেল হয়েছেন বেশ কিছু নামি-দামি পণ্যের বিজ্ঞাপন চিত্রে। টিভি অনুষ্ঠানের বাইরে উপস্থাপনা করেছেন মিস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স, জয় বাংলা কনসার্ট, ফুটবল টুর্নামেন্টসহ নানান অনুষ্ঠান।
মন্তব্য করুন: