‘নো প্যান্ট’ ট্রেন্ডে ছবি তুলে কাঁপন ধরিয়েছেন যে ৭ নায়িকা

ক্যামেরার সামনে প্যান্ট না পরে বারবার সাহসী অবতারে ধরা দিয়েছেন ক্যাটরিনা, ঐশ্বরিয়া থেকে কারিনা কাপও। 'নো প্যান্ট' প্রবণতাকে একধাপ বাড়িয়ে রেখেছেন তারা। বলিউড অভিনেত্রীরা স্টাইল নিয়ে ট্রেন্ড তৈরি করেন। ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে কারিনা কাপুর খান বি-টাউন ডিভারা ‘নো প্যান্ট’ প্রবণতা নিয়ে ফটোশ্যুট করে পর্দায় আগুন লাগিয়েছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: