জয়ার গোলাপি টি-শার্ট পরা যে ছবিগুলো মুহূর্তেই ভাইরাল

দুই বাংলায় সমানতালে অভিনয় দিয়ে জনপ্রিয়তা পাওয়া জয়া আহসান এখন তুমুল ব্যস্ত। তার দেখা পাওয়ায় কষ্ট। তবে সামাজিক মাধ্যমে ঠিকই দুয়েকদিন পরপর কিছু ছবি আপলোড করে ভক্তদের জমিয়ে রাখেন। বৃহস্পতিবারও দেখা গেল তেমনই কিছু ছবি।
গোলাপি টি-শার্ট পরে নিজের টাইমলাইনে এই ছবিগুলো আপলোড করেছেন জয়া। সেখানে ক্যাপশন লিখেছেন, “I did not want to think about people. I wanted the trees, the scents and colors, the shifting shadows of the wood, which spoke a language I understood. I wished I could simply disappear in it, live like a bird or a fox through the winter, and leave the things I had glimpsed to resolve themselves without me.”
বিভি/এজেড
মন্তব্য করুন: