• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২২০ বছরের পুরনো অতিকায় এক আম গাছ

ছবি ও লেখা : হেলালুদ্দীন আহমদ

প্রকাশিত: ১৬:৪৯, ৪ মার্চ ২০২৩

আপডেট: ১৭:১৫, ৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
২২০ বছরের পুরনো অতিকায় এক আম গাছ

উত্তরের জেলা ঠাকুরগাঁও আছে ২২০ বছরের পুরনো অতিকায় এক আম গাছ। এ আম গাছটি বালিয়াডাংগী উপজেলায়। শহর থেকে ৪০- ৫০ মিনিটের পথ। নাম হলো সূর্য্যপুরী আমগাছ। এক হাজারের বেশি ডালপালা আছে। আম গাছের মালিক বললেন, প্রতিদিন ১০০-১২০ দর্শনার্থী আসে। প্রতিবছর ৫০ হাজার টাকার আম বিক্রি হয় গাছটি থেকে। ভিআইপিদের জন্য সাবেক জেলা প্রশাসক  ড. কে এম কামরুজ্জামান সেলিম একটি বিশ্রাম কক্ষ নির্মাণ করেন। আপনিও দর্শনের তালিকায় রাখতে পারেন।

প্রতিদিন ১০০-১২০ দর্শনার্থী যায় আম গাছ দেখতে

২২০ বছরের পুরনো অতিকায় এক আম গাছ

মন্তব্য করুন: