এইখানে এক নদী ছিল!

চিত্রা নদীর ঝিনাইদহ অংশ
কয়েক দশকে চিত্রা নদীর ঝিনাইদহ অংশের বেশিরভাগ জায়গা বেদখল হয়ে গেছে। দখলবাজদের অত্যাচারে ঐতিহ্যবাহী এই নদী এখন খালে পরিণত হয়েছে। কোথাও নদীর পাড় আবার কোথাও তলদেশ দখল করা হয়েছে। নদী পাড়ে গড়ে তোলা হয়েছে বড় বড় ভবন। নদীর মধ্যে কাটা হয়েছে পুকুর। কোথাও নদীর তলদেশে চলছে চাষাবাদ।
প্রভাবশালী দখলদাররা এভাবে চিত্রা নদীটি প্রায় গ্রাস করে ফেলেছে। এখন দেখলে মনে হবে একটা সরু খাল। প্রকাশ্যে নদী দখলের এই প্রতিযোগিতা চলে আসলেও প্রশাসনিকভাবে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
মন্তব্য করুন: