ধান কাটার উৎসব
হাওরাঞ্চলে ধান কাটা চলছে পুরোদমে
দেশের প্রায় সব অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে বোরো ধানের প্রধান উৎসস্থল হাওরাঞ্চলে ধান কাটা চলছে পুরোদমে। বিস্তীর্ণ হাওরের যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান। এ অঞ্চলের কৃষকরা পাকা ধান কেটে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। নাওয়া-খাওয়া ভুলে নারী-পুরুষ, ছেলে বুড়ো সবাই ধান কাটা- না হয় মাড়াইয়ের কাজ করছে। কারণ সারা বছরের খোরাক তাদের স্বপ্নের এই ফসল যে দ্রুত ঘরে তুলতে হবে। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকায় দিন-রাত কাজ করছে কৃষণ-কিষাণীরা।
মন্তব্য করুন: