• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, সিঙ্গার শো-রুমের অর্থদণ্ড

প্রকাশিত: ১৭:২৬, ৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:০৪, ৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, সিঙ্গার শো-রুমের অর্থদণ্ড

গাইবান্ধায় সিঙ্গার শো-রুমের পণ্য বিক্রির নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলো। এই অভিযোগে শো-রুমকে অর্থদণ্ড করা হয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালনা করে। 

এ তথ্য নিশ্চিত করে অধিদপ্তরটির সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, ওই শো-রুমের মালিক পক্ষ ১০০ ভাগ ডিসকাউন্টের নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আসছিলো। এতে করে ভোক্তারা প্রতারণা শিকার হয়। এই অভিযোগের ভিত্তিতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন ও থানা পুলিশ সঙ্গে নিয়ে ওই শো-রুমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় শো-রুমের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 


 

বিভি/এএ/এইচএস

মন্তব্য করুন: