• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আর ঘরে বসে থাকার সময় নেই: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আর ঘরে বসে থাকার সময় নেই: মির্জা ফখরুল

আর ঘরে বসে থাকার সময় নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথে নেমে সমস্ত শক্তি দিয়ে ভয়াবহ দানবকে সরিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুবর্ণজয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন পূর্ণ হয়নি,বরং ঘোরতোর অন্ধকারে। ভয়াবহ ঘোরতোরও অন্ধকারে দেশ। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই, রাষ্ট্র এখন যন্ত্রণা, অত্যাচার নিপীড়নের কারখানা হয়ে গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো শেষ। বিচারকরা নিজেরাই নিজেদের স্বাধীনতা শেষ করেছেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ৩০ বছর পরে ঈশ্বরদীতে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৯জনকে মৃত্যুদণ্ড, ১৫জনকে যাবজ্জীবন দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়েয়ে অবিচার করা হচ্ছে। সবাই মিলে এক জোট হয়ে লড়াই না করলে কিভাবে বের হবো তা জানি না। 

আজকে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি বিপন্ন। জাতীয় ঐক্য দরকার। গণমাধ্যমকে এককভাবে রক্ষা করে লাভ হবে না, রাষ্ট্রকে রক্ষা করতে হবে বলেও যোগ করেন বিএনপি মহাসচিব।

বিভি/রিসি

মন্তব্য করুন: