আ. লীগ নিষিদ্ধের দাবিতে মহাসমাবেশের ডাক, চলছে মঞ্চ তৈরির কাজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা রাজধানীর যমুনা ফোয়ারার সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জমায়েত সফল করতে সকাল থেকেই চলছে মঞ্চ তৈরির কাজ।
শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে দেখা যায়, যমুনার পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে ৫টি ট্রাক একত্র করে সামিয়ানা দিয়ে অস্থায়ী মঞ্চ নির্মাণ করছেন শ্রমিকরা। এখানেই বাদ জুমার পর মূল সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মসজিদ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে নাগরিক পার্টির নেতা-কর্মীরা। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে যমুনার প্রধান ফটকের সামনেও তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আজ বাদ জুমা সার্ক ফোয়ারার সামনে জনসমুদ্র হবে। তখনই প্রমাণ হবে, দেশের জনগণ সত্যিই আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে জমায়েতে অংশ নেয়ার আহ্বান জানান।
এনসিপির এই কর্মসূচিকে ঘিরে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ।
বিভি/টিটি
মন্তব্য করুন: