• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চোর-ডাকাতের বিচার হয় না, বিচার হয় বিএনপি নেতাকর্মীদের: মির্জা আব্বাস

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৮:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চোর-ডাকাতের বিচার হয় না, বিচার হয় বিএনপি নেতাকর্মীদের: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এদেশে চোর-ডাকাতের বিচার হয় না, বিচার হয় বিএনপি নেতাকর্মীদের। ডিসি এসপিরা বলে এদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না উনারা কারা। বিশ্বে কোনো স্বৈরশাসকই ক্ষমতায় টিকতে পারেনি হাসিনা সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি'র প্রধান কার্যালয় এর সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কিছুদিন আগে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে সরকারের ফরমাসি রায়ে তাকে জেলে নেয়া হয়েছে। তার মুক্তির জন্য আমাদের আন্দোলন করতে হবে। বর্তমানে চাল, ডাল, ডিম নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এই সরকারের বাণিজ্যমন্ত্রী একটি সিন্ডিকেট তৈরি করেছে এর ভুক্তভোগী হচ্ছে এই দেশের জনগণ। এই দেশের মন্ত্রীরা মনে করেন সিন্ডিকেট ছাড়া দেশ চলতে পারে না।

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির সভাপতি মনির হোসেন মিনু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায় চৌধুরী।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: