আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন
ছবি: আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আলাদা আলাদা দৃষ্টিকোণ ও শিরোনামে তার এই প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেছে।
এপি তাদের প্রতিবেদনে লিখেছে—‘১৭ বছর পর নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, সামনে নেতৃত্বের সুযোগ’। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন তারেক রহমান। তাকে ঘিরে ঢাকার রাজপথে হাজারো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো।
এপির খবরে আরও জানানো হয়, স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমানকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফেরেন। এমনকি পরিবারের পোষা বিড়াল ‘জেবু’ এবং দুজন ঘনিষ্ঠ সহযোগী তার সফরসঙ্গী ছিলেন—এ তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।
অন্যদিকে, বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে—‘১৭ বছরের নির্বাসন শেষে বাংলাদেশে ফিরলেন সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’। প্রতিবেদনে বলা হয় দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রাক্কালে।
বিবিসি আরও উল্লেখ করে, ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দল বিএনপি আসন্ন নির্বাচনে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে তাকেই দেশের সম্ভাব্য নতুন নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনাম করে—‘স্ত্রী, কন্যা ও বিড়ালসহ ১৭ বছর পর ঢাকায় ফিরলেন তারেক রহমান’। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছান। তাকে বরণ করে নিতে বনানী এয়ারপোর্ট সড়ক থেকে বিমানবন্দর পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা হেঁটে যান।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রতিবেদন অনুযায়ী, সমাবেশের মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন কেবল তারেক রহমান। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সমাবেশে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে।
সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি গুলশান-২ এর বাসভবন ফিরোজায় যাবেন।
বিভি/এমআর




মন্তব্য করুন: