• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচনে মনোনয়নের ক্ষমতা কার জানিয়ে ইসিতে চিঠি দিলো জাতীয় পার্টি

প্রকাশিত: ১৪:২১, ১৮ নভেম্বর ২০২৩

আপডেট: ১৪:৩৪, ১৮ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচনে মনোনয়নের ক্ষমতা কার জানিয়ে ইসিতে চিঠি দিলো জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা এখনো দেয়নি জাতীয় পার্টি (জাপা)। তবে দলটির মনোনয়ন প্রদানের ক্ষমতা কার তা জানিয়ে একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জি এম কাদের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে প্রার্থী নির্বাচনের ক্ষমতা, নাম ও নমুনা স্বাক্ষর দেয়া হয়েছে।

এর আগে গতকাল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন, আগামী দু-একদিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সেই সিদ্ধান্ত এখনো আসেনি। তবে মনোনয়নের ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখছে দলটি।

নির্বাচন কমিশনে পাঠানো জিএম কাদেরের চিঠি

তারও আগে গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছিলে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: