চরমোনাই পীরের দল থেকে বহিষ্কার কেন্দ্রীয় উপদেষ্টা আক্কাস আলী
আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এ সিদ্ধান্ত দেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দিয়ে প্রফেসর ডা. আক্কাস আলী কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করেছেন। বর্তমান সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ পরিপন্থী।
এছাড়াও প্রফেসর ডা. আক্কাস আলী সরকারকে সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এজন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: