• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুর, জানালেন কারণ

প্রকাশিত: ২১:৪০, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুর, জানালেন কারণ

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে আছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও। তবে তিনি গানম্যান প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ৬ বছর উপলক্ষে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জনসমক্ষে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি।

তিনি আরও বলেন, শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2