• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ. লীগের সঙ্গে আসন ভাগাভাগির কোনো তথ্য জানা নেই: জাপা মহাসচিব

প্রকাশিত: ১৪:২৫, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আ. লীগের সঙ্গে আসন ভাগাভাগির কোনো তথ্য জানা নেই: জাপা মহাসচিব

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনার কোনো তথ্য তার জানা নেই। ভোটার উপস্থিতি নিয়েও তার শঙ্কা। বলেন, নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত না হলে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে জাপা ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে দলের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব কথা বলেন সাংবাদিকদের সাথে। এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ইসি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও, জাপার গত ৫ বছরের অভিজ্ঞতা সুখকর নয়। তার দাবি- নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির সামনে দাঁড়াতে পারবে না কোনো দল।

নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি জানিয়ে চুন্নু বলেন, সামনের দিনে আলোচনা হবে কিনা তাও পরিস্কার নয়।   
  
নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে আবারও আহ্বান জানান জাপা মহাসচিব। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: