আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ

ছবি: আ. লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শুক্রবার (৯ মে) সিলেট, খুলনা, নাটোর, কিশোরগঞ্জ ও জয়পুরহাটে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের ছাত্র -জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। এতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
জুমার নামাজ শেষে নাটোরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বক্তারা বলেন, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন হতে পারে না।
এদিকে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কিশোরগঞ্জে। শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়াও বিক্ষোভ হয়েছে কুমিল্লায়। বিকাল ৩টার দিকে কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: