• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেনীর ‘বিএনপি’ কর্মীদের হুঁশিয়ার করলেন নিজাম উদ্দিন হাজারী

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ৫ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৯:০৪, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফেনীর ‘বিএনপি’ কর্মীদের হুঁশিয়ার করলেন নিজাম উদ্দিন হাজারী

ফেনীতে ‘সন্ত্রাস’ বন্ধ না করলে বিএনপি অধ্যুষিত (রামপুর) এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নিয়ে ‘সন্ত্রাসীদের’ আটক করে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারী উচ্চারণ করেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে আমারও আছে। বিএনপির সবাই খারাপ সেটা আমি মনে করি না। মুষ্টিমেয় বিএনপির নেতাকর্মী সন্ত্রাসী কর্মকান্ডে ফেনীর ১৭ লাখ মানুষ অতিষ্ঠ।’   

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ। এতে দলের তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি ঘোষণা করা হয়।

বিভি/আরইউ/এইচএস

মন্তব্য করুন: