• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজনৈতিক সহিংসতায় রেলসেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে: রেলমন্ত্রী 

প্রকাশিত: ০০:১৬, ৭ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রাজনৈতিক সহিংসতায় রেলসেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে: রেলমন্ত্রী 

আশঙ্কায় রেল কিছুটা ঝুঁকিতে রয়েছে। চলমান রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতায় সারাদেশেই রেলের সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। বুধবার (৬ ডিসেম্বর) রেলওয়ে ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

রেলমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ সবার রাজনৈতিক অধিকার, তবে সাধারণের ভোগান্তি হয় এমন রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকা উচিত। বুধবার রেলওয়ে ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে কক্সবাজার রুটে আরও একটি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেনটি জানুয়ারি মাসের এক তারিখে শুরু হতে পারে। নতুন এই ট্রেনের নাম এখনো ঠিক করা হয়নি। তবে পালংকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা-যশোর-মোংলা রুটে মোংলা কমিউটার ট্রেন চলবে জানুয়ারি থেকে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: